Aloe vera বা ঘৃতকুমারী হল এলো পরিবারের একটি রসালো উদ্ভিদ। অ্যালোভেরা গাছ দেখতে অনেকটা কাটাযুক্ত ক্যাকটাসের মতো।অ্যালোভেরার আজ থেকে প্রায়ই ৬০০০ বছর আগে উৎপত্তি হয়। বর্তমান সময়ে অ্যালোভেরা জেল বিভিন্ন ধরনের রূপচর্চার কাজে ব্যবহার করা হয়।
অ্যালোভেরা হলো একটি ভেষজ উদ্ভিদ। দেখতে অনেকটা ক্যাকটাস বা আনারস গাছের মতো। এই গাছের পাতার দুই বিহারে করাতে কাটা থাকে এবং এর ভিতরে লালার মতো উপাদান থাকে।অ্যালোভেরা চুলে কিভাবে ব্যবহার করব?
অ্যালোভেরা জেল চুলের জন্য তৈরি করতে প্রথমে তিন চামচ এলোভেরা সাদা শ্বাস নিতে হবে এরপরে এক চা চামচ মধু এবং এক চা চামচ নারিকেল তেল নিতে হবে। এরপরে সব উপাদান গুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে গোসলের 30 মিনিট আগে চুলে ব্যবহার করতে হবে। ব্যবহারে ৩০ মিনিট পর ধুয়ে নিতে হবে শ্যাম্পু দিয়ে।
এলোভেরা জেল কি ময়েশ্চারাইজার?
অ্যালোভেরাতে আছে বেটা ক্যারোটিন এবং ভিটামিন সি এবং অ্যালোভেরা জেল চমৎকার ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। এছাড়াও অ্যালোভেরা জেল তবে ছোটখাটো ক্ষত বা সংক্রমণ সারাতে সাহায্য করে। রোদে পোড়া এবং ত্বক নিরাময় কাজ করে।
অ্যালোভেরা জেল তৈরির নিয়ম কি জেনে নিন?
অ্যালোভেরা জেল তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে কিছু পরিমাণে অ্যালোভেরা পাতা নিতে হবে। এরপরে পাতাগুলো দুই ধারেক করাতের মতো কাঁটা গুলো ভালোভাবে কেটে নিতে হবে। এবার অ্যালোভেরা পাতার ভিতরে থাকা জেলের মত পদার্থ গুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে।
ভালোভাবে ব্লেন্ড করা হলে এই মিশরের ভিতরে ই ক্যাপসুল যোগ করতে হবে। এবার তৈরি হয়ে গেল আমাদের অ্যালোভেরা জেল।অ্যালোভেরা জেল তৈরি করার পর জেল গুলো আইস ট্রে তে সংরক্ষণ করতে হবে।
অ্যালোভেরা জেল দিয়ে কি করা যায়?
অ্যালোভেরা জেল ব্যবহার করলে বিভিন্ন ধরনের উপকার পাওয়া যায় যেমন রোদে পড়া দাগ, ঘামচি চুলকানি এসব ধরনের রোগ থেকে উপশম পাওয়া যায়। এই জেল থেকে লাগালে ত্বক মসৃণ থাকে এবং উজ্জ্বল হয় ত্বকের চুলকানি দূর করে চুলো মসৃণ করে। অ্যালোভেরা জেলে থাকে যা চুল পড়া ও খুশকি দূর করে।
হজমের জন্য অনেক সাহায্য করে অ্যালোভেরা?
খাবার হজম না হলে শরীরে বিভিন্ন ধরনের রোগে বাসা বাঁধে এজন্য খাবারদাবার হজমের প্রক্রিয়া ঠিক রাখা উত্তম। পাকস্থলী পরিষ্কার করে হজম শক্তি বাড়াতে অ্যালোভেরা অনেক ভালো কাজ করে।অ্যালোভেরা খেলে কোষ্ঠকাঠিন্য থেকে রেহাই পাওয়া যায় এবং ডায়রিয়া হলেও রেহাই পাওয়া যায়।
অ্যালোভেরাই থাকে এন্টি ব্যাকটেরিয়াল উপাদান যা পেটের ভেতরের খারাপ ব্যাকটেরিয়া মারতে সাহায্য করে এবং কৃমি হওয়ার আশঙ্কা থাকে না যদি থাকে ও তাহলে কৃমি দূর করতে অনেক কার্যকরী।
Post a Comment