সিজারের পর বেল্ট ব্যবহারের সুবিধা এবং কিছু নিষেধাজ্ঞা কি জেনে নিন ?

আসসালামু আলাইকুম আজকে আমরা সিজারের পর মায়ের কিভাবে যত্ন  নিতে হয়  সে সম্পর্কে কথা বলব। সিজার সাধারণত যারা অসুস্থ থাকে তাদের জন্য তবে বর্তমান সময়ে সকল মহিলাদের  প্রসব করানো হয়।

 অনেক  গর্ভবতী নারী আছে যারা জানতে চাই যে,কতদিন পর সেলাই শুকায়, ইনফেকশনের লক্ষণ গুলো কি কি, শোয়ার নিয়মকি কি, সেলাই কাটার পর কিভাবে যত্ন নিতে হয়, কত দিন পর সেলাই কাটতে হয়, ইনভাইটেশন হলে করনীয় কি, কতদিন পর মাসিক হয়, কত দিন পর মিলন করা যায়, কত দিন পর বাচ্চা নেওয়া যায়, ছেলে ভুলে যায় কেন ইত্যাদি বলবো।

সিজার করার কতদিন পর সেলাই শুকায় ।

প্রাইভেট মেডিকেল বা সরকারি মেডিকেল দিয়ে কোন জায়গাতে বর্তমান সময়ে অনেক উন্নত চিকিৎসা ব্যবস্থা রয়েছে । অনেক গর্ভবতী নারীদের মনে একটি প্রশ্ন থাকে যে সিজার করার কত দিনের মধ্যে সম্পূর্ণ রূপে সেলাই শুকায়।

 উত্তর হচ্ছে, প্রতিটি সিজার করার পর সেই নারীর সেলাই শুকাতে প্রায় ছয় থেকে সাত সপ্তাহ সময় লাগতে পারে তবে।একজন নারীর কতটুকু বয়স এবং তার ওজন কত এর ওপরে নির্ভর করে তার সেলাই শুকায় ।

সিজারের পর বেল্ট ব্যবহারের সুবিধা-অসুবিধা কি ?

বেল্ট ব্যবহারে মিলবে যেসব সুবিধা

  • এটি পেটে চারপাশে মোড়ানো থাকার কারণে আরামদায়ক টাইট একটা বন্ধন হিসেবে কাজ করে বাহিরের দিক থেকে হালকা চাপের কারণে পেটের ভিতর ভারি ভাব বা বাথলথলে ভাব থাকে না
  • সিজার করার সময় পেটের কিছু অংশ মাংসপেশী কাটা হয় আর সেই মাংসপেশিগুলো সেলাই দিয়ে একসঙ্গে জোড়া দেওয়া আর বেল্ট পড়ার জন্য কোন রকম অস্বস্তি অনুভব হয়না এবং মাংসপেশী জোড়া লেগে থাকে ।
  • পেটে বেল্ট ব্যবহার করলে নবজাতক শিশুকে কোলে নিতে দুধ খাওয়াতে বা নড়াচড়া করার সময় কোন ধরনের অসুবিধা হয় না ।
  • কোন মহিলা যদি সিজারের পর নিয়মিত পেটে বেল্ট ব্যবহার করে তাহলে তার পেটে সেলাই প্রথম চার থেকে ছয় সপ্তাহের মধ্যে পূর্ব অবস্থায় ফিরে আসবে।
  • সিজার করা পরেই যদি পেটে ইনফেকশন থাকে তাহলে কোনোমতেই পেটে বেল্ট ব্যবহার করা যাবে না এর ফলে ইনফেকশন বেড়ে যাবে।
  • খুবই অতিরিক্ত টাইট করে পেটে বেল্ট ব্যবহার করলে ইন্টারনাল ব্লিডিং হতে পারে সে ক্ষেত্রে বেল্ট ব্যবহার করা থেকে অনেক সতর্ক থাকতে হবে।
  • অতিরিক্ত গরমের মধ্যে বেশিক্ষণ বেল্ট ব্যবহার করলে পেট ঘেমে সেখানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা হতে পারে। 
  • প্রসবকালীন উচ্চ রক্তচাপে থাকলে বেল্ট  ব্যবহার থেকে খুবই সতর্ক থাকতে হবে অনেক সময় বুকে দরফর করতে পারে হাটে চাপলে পড়ে থাকে এইসব ক্ষেত্রে বিল ব্যবহার করা যাবে না ।
  • কোন মহিলা যদি শিশুকে দুঃখ না পাথরে অন্য ধরনের খাবারও যদি খাওয়ায় তাহলে ৫ থেকে ৬ সপ্তার মধ্যে মাসিক শুরু হয়ে যেতে পারে আর যদি শিশুকে শুধু বুকের দুধ খাওয়ায় তাহলে শিশুর বুকে কারণে অন্যান্য খাবার শুরু করা পর্যন্ত মাসিক শুরু হবে না।







সিজারের কতদিন পর মাসিক হয়
সিজারের কতদিন পর মিলন করা যায়
সিজারের কতদিন পর বাচ্চা নেওয়া যায়

Post a Comment

Previous Post Next Post